বঙ্গবন্ধুকে নিয়ে ছোটদের জন্য কবিতা
-শিমুল বড়ুয়া উনন
দাদুর কাছে শুনেছিলাম
বঙ্গবন্ধুর নাম-
টুঙ্গি পাড়ায় জন্ম তাহার
খোকা আদুরে নাম।
ছোট থেকেই দেশের প্রতি
খোকার ছিলো টান,
বড় হয়ে তিনিই হলেন
বাংলাদেশের প্রাণ।
জন্ম দিলো একটি জাতি
একটি নতুন দেশ,
সারা বিশ্ব অবাক হলো
সাবাস বাংলাদেশ।
(এই bunonnews.tv ওয়েভ-সাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বে-আইনি)
© 2025, বুনন নিউজ টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT