• ঢাকা
  • |
  • শুক্রবার, ২রা মে ২০২৫
  • - ৩৩° সে:
Language

অন্যান্য

বঙ্গবন্ধুকে নিয়ে ছোটদের জন্য কবিতা

বুনন নিউজ

রবিবার, ৪ঠা সেপ্টেম্বর ২০২২

বঙ্গবন্ধুকে নিয়ে ছোটদের জন্য কবিতা

বঙ্গবন্ধু

-শিমুল বড়ুয়া উনন

 

দাদুর কাছে শুনেছিলাম

বঙ্গবন্ধুর নাম-

টুঙ্গি পাড়ায় জন্ম তাহার

খোকা আদুরে নাম।

ছোট থেকেই দেশের প্রতি

খোকার ছিলো টান,

বড় হয়ে তিনিই হলেন

বাংলাদেশের প্রাণ।

জন্ম দিলো একটি জাতি

একটি নতুন দেশ,

সারা বিশ্ব অবাক হলো

সাবাস বাংলাদেশ।