ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংকটের সময় কার্যকর সিদ্ধান্ত পেতে নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের অন্তর্ভুক্ত করতে হবে। নিউইয়র্ক সময় মঙ্গলবার দুপুরে, জাতিসংঘের প্লাটফর্ম অফ হিউম্যান লিডারশিপ আয়োজিত আলোচনায় একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, গতানুগতিকতার বাইরে এসে বিশ্বব্যাপী অদম্য সাহস আর নেতৃত্বের দক্ষতা দেখাচ্ছেন নারীরা।
জাতিসংঘভুক্ত দেশগুলোর শীর্ষ নারী নেতৃত্বদের নিয়ে জাতিসংঘের ৭৭ তম সাধারণ পরিষদের অধিবেশনের সাইড লাইনে উচ্চপর্যায়ের এই বৈঠক।
বৈঠকে বাংলাদেশে নারীর ক্ষমতায়নের চ্যালেঞ্জ আর তা মোকাবেলায় নিজের অভিজ্ঞতা বিশ্ব নেতাদের সামনে তুলে ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন লিঙ্গ সমতা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ।
শেখ হাসিনা বলেন, যে কোন সংকটে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হন নারীরা আর এ কারণে সংকট মোকাবেলা করার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ জরুরী। প্রধানমন্ত্রী জানান নারীর সামাজিক এবং অর্থনৈতিক ক্ষমতার নিশ্চিত করতে বাংলাদেশ তার জাতীয় বাজেটের ২৭ ভাগ বরাদ্দ করেছে। বাংলাদেশ ২০২১ সালের মধ্যে প্রতিটি সেক্টরে ৪০ শতাংশ এবং ২০৩০ সালের মধ্যে ৫০ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে।
এছাড়া জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফিলিপ্প গ্রান্ডি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যালের প্রসিকিউটর কারিম এ এ খানের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী।
(এই bunonnews.tv ওয়েভ-সাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বে-আইনি)
© 2025, বুনন নিউজ টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT