• ঢাকা
  • |
  • শুক্রবার, ২রা মে ২০২৫
  • - ৩৩° সে:
Language

ব্যবসা-বাণিজ্য

ঈদ কে সামনে রেখে 'রয়েল ডেলিকেসি' উন্মোচন করলো টুয়েলভ ক্লোথিং -"টুয়েলভ রানওয়ে"

বুনন নিউজ

শনিবার, ১১ই মার্চ ২০২৩

"টুয়েলভ রানওয়ে"

ঈদ কে সামনে রেখে টুয়েলভ  ক্লোথিং  এর জমকালো  ফ্যাশন শো উপস্থাপন "টুয়েলভ রানওয়ে"

টিম গ্রুপের প্রতিষ্ঠান "Twelve"  মুহূর্তে বাংলাদেশের ফ্যাশন গোষ্ঠীতে একটি জনপ্রিয় নাম। এই ঈদ উল ফিতর, Twelve একটি ফ্যাশন শো "Twelve Runway" আয়োজন করেছে। 

১০ জানুয়ারি শুক্রবার রাজধানীর লে মেরিডিয়ান হোটেলের ছাদে আয়োজিত এই ফ্যাশন শোতে অংশ নেন দেশের অর্ধশতাধিক মডেল। আজরা মাহমুদের আয়োজনে এই ফ্যাশন শোতে ছিলেন বিনোদন জগতের জনপ্রিয় সব তারকারা। এছাড়া দেশের সেরা সাংবাদিকদের মিলনমেলা হিসেবে এই ফ্যাশন শোটির আয়োজন করা হয়। এছাড়াও বারোটির সুবিধাপ্রাপ্ত গ্রাহকরাও উপস্থিত ছিলেন।

শুক্রবার সন্ধ্যায়  এই ফ্যাশন শো’তে অংশ নেন দেশসেরা অর্ধশতাধিক মডেল। আজরা মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত এই ফ্যাশন শো’তে ছিলেন বিনোদন জগতের জনপ্রিয় সব সেলিব্রেটিরা। পাশাপাশি দেশ সেরা সাংবাদিকদের পদচারণায় রীতিমতো মিলনমেলায় পরিনত হয়েছিল এই ফ্যাশন শো। এছাড়া, টুয়েলভের প্রিভিলাইজড কাস্টমাররাও এখানে উপস্থিত ছিলেন।


 

Twelve  Kids

টুয়েলভ তার ঈদের কালেকশনে সবসময়ই ঋতু বৈচিত্রের বিষয়টিকে প্রাধান্য দিয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। এথনিক এবং ওয়েস্টার্ন এই দুটি ভাগেই নতুনত্ব এনে তারা সাজিয়েছে তাদের ঈদ কালেকশন। এই কালেকশনের নাম তারা দিয়েছে “রয়েল

ডেলিকেসি”। যার অর্থ হচ্ছে এবারের টুয়েলভের পোষাকের ডিজাইনের মাঝে তারা একটু রাজকীয় স্টাইলিশ ঢংয়ের ছোঁয়া রেখেছেন।

পশ্চিমা প্যাটার্নের টপস, টিউনিক এবং জিন্সের সংগ্রহে পরিহিত, তাদের মধ্যে বারোজন এই ফ্যাশন শোতে নিজেদের দেখা করেছিলেন। টুয়েলভ-এর পক্ষ থেকে টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব আবদুল্লাহ হিল রাকিব এবারের ঈদের কালেকশন সম্পর্কে বলেন, আমরা চাই সবাই আমাদের তৈরি পোশাকে আত্মবিশ্বাসী বোধ করুক এবং উৎসবকে মনে রাখুক। আমাদের ঈদ সংগ্রহ 2023 উন্মোচন করে, আমরা সম্মানিত অতিথি, বিখ্যাত সেলিব্রিটি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমাদের বিশ্বস্ত গ্রাহকদের সাথে রাতটি উদযাপন করতে পেরে একেবারে আনন্দিত হয়েছি, তিনি যোগ করেছেন

"Twelve Runway" 

Twelve একই সময়ে ট্রেন্ডি অফার করছে পুরুষ ও মহিলাদের ফ্যাশনের উপর দৃষ্টি নিবদ্ধ করে সাশ্রয়ী মূল্যের এবং ফ্যাশনেবল পোশাক। Twelve Clothing Ltd একটি আরও সামাজিক এবং নৈতিক পরিবেশের জন্য উচ্চ মানের পণ্য সহ পরিবেশ বান্ধব ডিজাইন তৈরি করে। ব্র্যান্ডটির এখন দেশে ৩০টির বেশি আউটলেট রয়েছে।

এছাড়া ওয়েস্টার্ন কালেকশনের ক্ষেত্রে ছেলেদের পোলো টি-শার্ট, ক্যাজুয়াল শার্ট, জিন্সসহ স্টাইলিশ সব পোষাকও ছিলো এই ফ্যাশন শো’র প্রদর্শনীতে। মেয়েদের


 

পোষাকেও ওয়েস্টার্ন প্যাটার্নের টপস, টিউনিক, জিন্সের কালেকশন দিয়ে এই ফ্যাশন শো’তে নিজেদের মেলে ধলেছে টুয়েলভ।

অনুষ্ঠানে টুয়েলভের পক্ষ থেকে টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব আবদুল্লাহ হিল রাকিব এবারের ঈদ কালেকশন নিয়ে বলেন, “আমরা শুধুমাত্র পোষাকের কথাই চিন্তা করি না, আধুনিক ট্রেন্ড এবং ফ্যাশনের কথা মাথায় রেখেই কালেকশন সাজাবার

চেষ্টা করি। আমরা চাই প্রতিটি মানুষই আমাদের তৈরী পোষাকে আত্মবিশ্বাসী হয়ে উঠুক এবং উৎসবকে মনে প্রানে ধারণ করুক।”


 

ফ্যাশন শোতে শো-স্টপার হিসেবে ছিলেন বাংলাদেশের কিংবদন্তী ও জনপ্রিয় মডেল সাদিয়া ইসলাম মৌ।

বুনন নিউজ/ লালন মেহেদী