ফাইল ছবি
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রাত সাড়ে দশটায় জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি অবতরণ করে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেয়া ছাড়াও কয়েকটি সাইড লাইন বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে বিমানবন্দরে আনন্দ সমাবেশ ও মিছিল করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফর কে কেন্দ্র করে জন এফ কেনেডি বিমানবন্দরে বিকেল থেকে সমাবেত হতে থাকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা। বিশাল গাড়িবহরের বণাঢ্য যাত্রার মধ্যে স্বাগত জানায় ছাত্রলীগ।
স্থানীয় সময় সাড়ে দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমানটি জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
সেখান থেকে হোটেল লোটে নিউইয়ক এ যান প্রধানমন্ত্রী। নিউইয়কে অবস্থানাকালীন সময়ে তিনি এখানেই অবস্থান করবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেয়া ছাড়াও কয়েকটি উচ্চ পযায়ের সাইড লাইন বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২ অক্টোবর যুক্তরাষ্ট্র ছেড়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী।
(এই bunonnews.tv ওয়েভ-সাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বে-আইনি)
© 2025, বুনন নিউজ টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT