• ঢাকা
  • |
  • শুক্রবার, ২রা মে ২০২৫
  • - ৩৩° সে:
Language

আন্তর্জাতিক

রানি দ্বিতীয় এলিজাবেথকে শেষ বিদায় জানাতে চলছে প্রস্তুতি; শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে পৌঁছেছেন বিশ্বনেতারা

বুনন নিউজ

রবিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২২

ফাইল ছবি

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশটির রাজা তৃতীয় চার্লস।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় যুক্তরাজ্যের লন্ডনের বাকিংহাম প্যালেস থেকে এক টেলিফোন কলে রাজা চার্লস এ কৃতজ্ঞতার কথা জানান। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজপরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতির জন্য রাজা চার্লস রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশাপাশি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান। টেলিফোন কলের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজা চার্লসকে বলেন, প্রয়াত রানির প্রতি সম্মান প্রদর্শনের জন্য তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে বাংলাদেশ এবং তার চিরশান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়েছে।

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশ নিতে ব্রিটেনে পৌঁছেছেন বিভিন্ন দেশের সরকার, রাষ্ট্রপ্রধানসহ আমন্ত্রিত প্রতিনিধিরা। শেষকৃত্য অনুষ্ঠানের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে লন্ডনজুড়ে। ব্যস্ত সময় পার করছেন ব্রিটিশ সেনারা। এদিকে শনিবার লন্ডনের ওয়েস্টমিনিস্টার হলে প্রিন্স অব ওয়েলস উইলিয়াম ও ডিউক অব সাসেক্স হ্যারির নেতৃত্বে সদ্য প্রয়াত রানির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন তার আটজন নাতি-নাতনি।