• ঢাকা
  • |
  • শুক্রবার, ২রা মে ২০২৫
  • - ৩৩° সে:
Language

জাতীয় বাজেট

লিফটে শুল্ক না বাড়ানোর দাবিতে মানববন্ধন

বুনন নিউজ

বুধবার, ৩১শে আগস্ট ২০২২

লিফটপ্রতীকী ছবি

প্রস্তাবিত বাজেটে লিফট আমদানিতে আরোপিত অতিরিক্ত শুল্ক ও ভ্যাট প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে দেশে লিফট আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ এলিভেটর এসকালেটরস অ্যান্ড লিফট ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন (বেলিয়া)।

গতকাল সোমবার রাজধানীর প্রেসক্লাবে এ মানববন্ধন হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শফিউল আলম। আরও উপস্থিত ছিলেন বেলিয়ার সভাপতি এমদাদ উর রহমান, সহসভাপতি আক্তার জামিল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, এত দিন আমদানির ক্ষেত্রে লিফটকে ক্যাপিটাল মেশিনারিজ ক্যাটাগরিতে ধরা হতো। তাতে ১১ শতাংশ শুল্ক দিতেন আমদানিকারকেরা। কিন্তু প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটে লিফট আমদানিতে অতিরিক্ত ৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হয়। একই সঙ্গে লিফটকে ক্যাপিটাল মেশিনারিজ ক্যাটাগরি থেকে বাদ দেওয়ায় আরও ১৫ শতাংশ ভ্যাট যুক্ত হয়েছে এই পণ্য আমদানিতে। সব মিলিয়ে লিফট আমদানিতে এখন ৩১ শতাংশ শুল্ক-কর দিতে হবে আমদানিকারকদের।

বেলিয়ার নেতারা জানান, বাড়তি শুল্ক-করের কারণে আমদানি করা লিফটের দাম ২০ শতাংশ বেড়ে যেতে পারে।