জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ছবি: সংগৃহীত
বাজেট ঘোষণার প্রায় দুই মাস পর বিদেশ থেকে কম কর দিয়ে অর্থ দেশে এনে কর নথিতে দেখানোর সুবিধার ব্যাখ্যা দিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। তিনি জানিয়েছেন, কালোটাকা নয়, বিদেশে থাকা শুধু বৈধ টাকা দেশে এনে কর নথিতে দেখানো যাবে।
গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে এনবিআরের চেয়ারম্যান এ কথা বলেন। সেগুনবাগিচার এনবিআরের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত এক মাসে এ সুযোগ কেউ নেয়নি।
আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে এ ধরনের সুযোগ দেওয়া হয়। এ জন্য করের দায়মুক্তিও দেওয়া হয়। বাংলাদেশের অনেক নাগরিকেরও অন্য দেশে বৈধভাবে আয় সৃষ্টি হয়েছে। বিদেশে তা অলস পড়ে আছে। ওই সব দেশে ব্যাংকসুদের হার কম। আমরা এ ধরনের সুযোগ দিয়ে তাঁদের অর্থ দেশে আনতে উৎসাহ দিতে চাইছি। কোনো প্রশ্ন করা হবে না। এ ধরনের অর্থ দেশে এলে অর্থনীতিতে তা বিনিয়োগ হবে। ভবিষ্যতে সেখান থেকেও কর মিলবে।’ আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা কালোটাকার কথা বলছি না। অপ্রদর্শিত আয়ের কথা বলছি, নানা কারণে এ ধরনের অলস পড়ে থাকা অর্থ দেশে আনতে পারছেন না অনেকে।’
চলতি অর্থবছর এক বছরের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে বিদেশ থেকে অর্থ আনলে মাত্র ৭ শতাংশ কর দিয়ে তা বৈধ করার সুযোগ দেওয়া হয়েছে। এ সুযোগ নিলে এনবিআরসহ অন্য কোনো সংস্থা এ বিষয়ে কোনো প্রশ্ন করবে না। পাশাপাশি বিদেশে সম্পদ বা অর্থ পাচারের প্রমাণ পাওয়া গেলে শাস্তি হিসেবে সমপরিমাণ অর্থ জরিমানা করার ক্ষমতা কর কর্মকর্তাদের দেওয়া হয়েছে।
(এই bunonnews.tv ওয়েভ-সাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বে-আইনি)
© 2025, বুনন নিউজ টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT