দেশের বাজারে সুজুকি এক্সএল সিক্স বাজারজাতকরণের উদ্বোধনী অনুষ্ঠান। গতকাল রাজধানীর তেজগাঁওয়ে উত্তরা সেন্টারে ছবি: উত্তরা মোটরসের সৌজন্যে
দেশের বাজারে সুজুকি এক্সএল সিক্স বাজারজাত শুরু করেছে উত্তরা মোটরস। গতকাল রোববার রাজধানীর তেজগাঁওয়ে উত্তরা সেন্টারে প্রিমিয়াম এই স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল বা এসইউভির বাজারজাতের উদ্বোধন করেন উত্তরা মোটরসের বিজনেস প্ল্যানিং বিভাগের প্রধান নাঈমুর রহমান ও সুজুকি কার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা চিরঞ্জীব রায়।
উদ্বোধনী অনুষ্ঠানে নাঈমুর রহমান বলেন, ‘বাংলাদেশে প্রশস্ত ও প্রিমিয়াম গাড়ির ভালো চাহিদা রয়েছে। গ্রাহকদের চাহিদা গুরুত্ব দিয়ে নতুন সুজুকি এক্সএল সিক্স বাজারজাত করতে পেরে আনন্দিত।’
সুজুকি এক্সএল সিক্স গাড়িতে রয়েছে স্মার্ট হাইব্রিড প্রযুক্তির ১৫০০ সিসি ডুয়েল জেট ডুয়েল ভিভিটি পেট্রল ইঞ্জিন। জ্বালানি সাশ্রয়ী এ গাড়ি ছয়টি ভিন্ন রঙে পাওয়া যাচ্ছে। গাড়িটির মূল্য ৩৪ লাখ টাকা থেকে শুরু।
(এই bunonnews.tv ওয়েভ-সাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বে-আইনি)
© 2025, বুনন নিউজ টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT