প্রবাসী আয় বৃদ্ধি
চলতি আগস্ট মাসের প্রথম ২৫ দিনে প্রবাসীরা ১৭২ কোটি ৯৩ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। প্রতি ডলারের বিনিময়মূল্য ৯৫ টাকা হিসাবে বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১৬ হাজার ৩৪০ কোটি টাকা। গত জুলাইয়ের পুরো সময়ে দেশে এসেছিল ২০৯ কোটি ৬৯ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য মিলেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, হঠাৎ করে বেসরকারি খাতের অনেক ব্যাংক সরকারি ব্যাংকগুলোর চেয়ে বেশি প্রবাসী আয় দেশে আনছে। কারণ, এসব ব্যাংক বেশি দামে বিদেশ থেকে ডলার কিনছে।
চলতি মাসের ১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত ইসলামী ব্যাংকের মাধ্যমে আয় এসেছে ৩৫ কোটি ৬৩ লাখ ডলার, অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে ১১ কোটি ডলার, সিটি ব্যাংকের মাধ্যমে ১০ কোটি ৯৪ লাখ ডলার। এ ছাড়া পূবালী ব্যাংকের মাধ্যমে এসেছে ৯ কোটি ৫৪ লাখ ডলার, ডাচ্-বাংলা ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ৫৩ লাখ ডলার, রূপালী ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ৩৫ লাখ ডলার।
প্রণোদনা ও ডলারের মূল্যবৃদ্ধির পরও ২০২১-২২ অর্থবছরে প্রবাসী আয়ে বড় পতন হয়। বিদায়ী অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা বৈধ পথে ২ হাজার ১০৩ কোটি ডলার দেশে পাঠান, যা আগের অর্থবছরের চেয়ে ১৫ শতাংশ কম।
(এই bunonnews.tv ওয়েভ-সাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বে-আইনি)
© 2025, বুনন নিউজ টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT