• ঢাকা
  • |
  • শুক্রবার, ২রা মে ২০২৫
  • - ৩৩° সে:
Language

জাতীয়

উত্তরা ও আগারগাঁওয়ের মধ্যে সব মেট্রো স্টেশন চালু,- রাত ১২টা পর্যন্ত চলবে মেট্রোরেল।

বুনন নিউজ

রবিবার, ২রা এপ্রিল ২০২৩

BUNON NEWS TV

মেট্রোরেলের শেওড়াপাড়া ও উত্তরা দক্ষিণ স্টেশন খুলে দেওয়া হয়েছে।

 ফলে এখন থেকে উত্তরা-আগারগাঁও রুটের সব স্টেশনে মেট্রোরেল চলাচল থাকবে। এই ১২ কিলোমিটার পথের সমস্ত স্টেশন খুলে দেওয়ায় যাত্রীরা খুশি। তবে সাপ্তাহিক ছুটি থাকায় শুক্রবার মেট্রোরেলে তেমন যাত্রী ছিল না। তবে সেখানে থাকা কয়েকজন যাত্রীর মধ্যে এক ধরনের উত্তেজনা দেখা গেছে।
বর্তমানে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মেট্রোরেল চলছে। ৫ এপ্রিল সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে।

 এরপর জুলাই থেকে রাত ১২টা পর্যন্ত চলবে মেট্রোরেল। ঢাকার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটার দৈর্ঘ্যের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ নামে পরিচিত। ২০১২ সালে এই প্রকল্প হাতে নেয় সরকার।

২৮ ডিসেম্বর এই পথের প্রথমাংশ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হলেও আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অর্থাৎ দ্বিতীয় অংশ ২০২৩ সালের শেষ দিকে চালুর পরিকল্পনা রয়েছে।

আর মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিতাংশ চালু হতে পারে ২০২৫ সালে।

এমআরটি লাইন-৬ প্রকল্পের মূল ব্যয় ছিল ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। পরে মতিঝিল থেকে কমলাপুর বাড়তি অংশ যোগ হওয়ায় ব্যয় বাড়ে ১১ হাজার ৪৯৬ কোটি ৯২ লাখ টাকা। তখন সর্বমোট ব্যয় দাঁড়ায় ৩৩ হাজার ৪৭২ কোটি টাকায়।  

এর মধ্যে উন্নয়ন সহযোগী জাইকার অর্থায়ন ১৯ হাজার ৭১৯ কোটি টাকা। আর সরকারি অর্থায়ন ১৩ হাজার ৭৫৩ কোটি টাকা।


 ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপক মাহফুজুর রহমান জানান, সকাল ৮টায় মেট্রোরেল চালু হয়। শেওড়াপাড়া একটি ঘনবসতিপূর্ণ এলাকা। আশা করি এই স্টেশন থেকে এখানকার বাসিন্দারা উপকৃত হবেন। এর আগে, গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যোগাযোগ ইতিহাসে একটি মাইলফলক স্থাপন করে প্রথম এলিভেটেড মেট্রোরেল উদ্বোধন করেন। এরপর রাজধানীর দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করা হয়। এরপর ধীরে ধীরে এই রুটের ৯টি স্টেশন খুলে দেওয়া হয়।