• ঢাকা
  • |
  • শুক্রবার, ২রা মে ২০২৫
  • - ৩৩° সে:
Language

জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে ব্যবসা বাণিজ্যে নতুন দ্বার উন্মোচিত

বুনন নিউজ

মঙ্গলবার, ২০শে সেপ্টেম্বর ২০২২

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের মধ্য দিয়ে দুদেশের ব্যবসা বাণিজ্যে নতুন দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করেন দুই দেশের র্শীষ ব্যবসায়রীরা। দুই সরকার প্রধানের আলোচনার প্রেক্ষিতে উভয় দেশের জন্যই বাণিজ্যিক ক্ষেত্রে গুলোকে আরো কাজে লাগানোর সুযোগ তৈরি হয়েছে।

বরাবরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসা বাণিজ্যকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। প্রধানমন্ত্রীর ভারত সফরও এর ব্যতিক্রম ছিল না। বাংলাদেশ ভারত বন্ধুত্বর্পূণ সম্পর্ক বজায় রেখে  দুই দেশের জনগণের সুবিধা সবোর্চ্চ বিবেচনায় রেখে দিল্লিতে দুই সরকার প্রধানের বৈঠকেও তা ছিল লক্ষনীয়।

প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান মনে করেন,বাণিজ্য ক্ষেত্রে কিছু জটিলতা রয়েছে তা দূর হলে ব্যবসা বাণিজ্য আরো বাড়বে ভারতের সাথে বাংলাদেশের।

অন্যদিকে ভারতের মীর্ষ ব্যবসায়ীরা বাংলাদেশের সাথে তাদের বাণিজ্যিক ক্ষেত্র আরো প্রসারে সরকার সহযোগিতা যেমন প্রত্যশা করেন, তেমনি  এ দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক আরো বাড়াতে তাদের আগ্রহের কথাও  জানান।

বাংলাদেশ ভারতের মধ্যে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বাড়লে এর সুফল উভয় দেশই ভোগ করবে বলেও মনে করেন এই ব্যবসায়ীরা।