ফাইল ছবি
ওএমএস ও টিসিবির কার্যক্রম সমন্বয় সাধনের পাশাপাশি খাদ্যবান্ধব কর্মসূচি সফল করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়ালি সভা করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব তোফাজ্জল হোসেন মিয়া।
মঙ্গলবার অনুষ্ঠিত ওই সভায় আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এসব কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়।
খাদ্যবান্ধব কর্মসূচি বছরে পাঁচ মাস হয়; প্রথম ধাপ চলে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত। আরেক ধাপ চলে মার্চ ও এপ্রিল মাসে। সরকার নির্ধারিত ৫০ লাখ ১০ হাজার ৫০৯টি পরিবারের সদস্য এ কর্মসূচির আওতায় প্রতি মাসে একদফায় ১৫ টাকা দরে ৩০ কেজি চাল কিনতে পারবেন।
একইদিন থেকে খোলা বাজারে (ওএমএস) ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ ৫ কেজি চাল কেনা যাবে ২ হাজার ৩৬৩টি কেন্দ্রের মাধ্যমে।
আর টিসিবির কার্ডধারী ১ কোটি পরিবার একই দরে পাক্ষিক ভিত্তিতে ৫ কেজি করে মাসে মোট ১০ কেজি চাল ওএমএস ডিলারের কাছ থেকে কেনার সুযোগ পাবেন।
খাদ্য মন্ত্রণালয় ওএমএস ও টিসিবির কার্যক্রম সমন্বয় সাধনে গেল সোমবার একটি পরিপত্র জারি করেছে। এতে বলা হয়, ওএমএস কার্যক্রমে সাধারণ ক্রেতা ও টিসিবির কার্ডধারীদের জন্য পৃথক সারি করতে হবে। তবে অগ্রাধিকার ভিত্তিতে চাল পাবেন টিসিবির কার্ডধারীগণ।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ, খাদ্য সচিব ইসমাইল হোসেনসহ খাদ্য মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা।
খাদ্যবান্ধব কর্মসূচি ও ওএমএসের চাল বিপণনের ফলে বাজারে দাম নিয়ন্ত্রণে আসবে বলে সম্প্রতি আশা প্রকাশ করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
(এই bunonnews.tv ওয়েভ-সাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বে-আইনি)
© 2025, বুনন নিউজ টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT